প্রকাশিত: Sun, Jul 9, 2023 1:27 PM
আপডেট: Tue, Jan 27, 2026 10:52 PM

[১]প্রমাণের অভাবে অনেক মাদক মামলার বিচার হয় না:স্বরাষ্ট্রমন্ত্রী

রেজাউল করিম, শ্রীনগর (মুন্সীগঞ্জ): [২] আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা দেখেছি জেলখানায় যারা অন্ত্যরীন রয়েছে তার প্রায় ৬০ শতাংশের কাছাকাছি মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী। তাদের কারো কারো স্বাক্ষ্য প্রমাণের অভাবে বিচার হচ্ছে না। 

[৩] শনিবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়নের আলমপুর হেনা আহমেদ মনযত্নকেন্দ্রের প্রাঙ্গনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

[৪] ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল ওয়াহাব ভূইয়াঁ, ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট কাজী নাহিদ রসুল, জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন। 

[৫] তিনি আরো বলেন এক থেকে দুই মাস পরে বের হয়ে আরও বেশি করে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। এই জায়গায় জনপ্রতিনিধি আপনারা যারা আছেন আপনাদের কাজ করতে হবে। যারা মাদক ব্যবসায়ী তাদের চিহ্নিত করতে হবে। তাদের পুলিশে ধরিয়ে দিতে হবে। গোপনে প্রশাসন ও পুলিশের কাছে তাদের ব্যাপারে জানাতে হবে। আমরা চাই নতুন প্রজন্মকে মাদক দ্রব্যের হাত থেকে রক্ষা করতে। নাহলে যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি তা বাধাগ্রস্থ হবে।

[৬] এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার ( হেড কোয়ার্টার) আদিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ( বিশেষ শাখা) ইয়াসিনা ে ফেরদৌস,  অতিরিক্ত পুলিশ সুপার(শ্রীনগর সার্কেল), তোফায়েল হোসেন সরকার, হাসাড়া ইউপি চেয়ারম্যান হাজী সোলায়মান খান, বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান হাজী ফারুক হোসেন প্রমুখ। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া